স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : সোমবার থেকে চালু হয়েছে মিটার অটো পরিষেবা। এদিন থেকে আগরতলা শহরে মিটার অটো পরিষেবা নিয়ে কেউ সন্তুষ্ট, আবার কেউ অসন্তোষ ব্যক্ত করেন। এদিন থেকে মিটার রিডিং দেখে অটোচালকে যাত্রী ভাড়া পরিশোধ করতে হবে। এর জন্য সরকার নির্দেশিকা জারি করে দিয়েছে। অটো মিটার লাগানো ছাড়া এদিন থেকে রাস্তায় কোন চালক অটো চালাতে পারবে না।
যারা সরকারি নির্দেশিকা অমান্য করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনত কঠোর পদক্ষেপ। আর মিটার অটোতে যাত্রীভাড়া কিভাবে গুনতে হবে তার জন্য নির্দেশিকা রয়েছে। কেউ একা গেলে প্রথম দুই কিলোমিটার রাস্তা গেলে যাত্রীদের ২০ টাকা গুনে দিতে হবে। তারপর প্রতি ১০০ মিটারের জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে। তবে অটোতে করে যদি দুজন যাত্রী যান প্রথম দিনের মধ্যে কুড়ি টাকা দুভাগ করে দিতে হবে। আর যদি অটোতে তিন যাত্রী যায় তাহলে সাত টাকা করে তিন ভাগ করে দিতে হবে। এবং প্রথম দুই কিলোমিটারের পর যাত্রীরা যতদূর যাবে প্রতি ১০০ মিটারের জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে। যদি তিনজন করতে যায় তাহলে সেই এক টাকা তিনভাগ হবে। যাত্রীরা মিটার অটোতে যাতায়াত করলে অনেকটাই সুবিধা হবে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের। এখানেই শেষ নয়। মিটার অটো নিয়ে কোনো যাত্রী ৫ মিনিট দাঁড় করিয়ে রাখলে সেই যাত্রীকে ৫ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। আর এটাও মিটার রিডিং এ আসবে। রাত নয়টার পর ভাড়া সামান্য বেড়ে যাবে। তা মিটার রিডিং-এ স্পষ্ট হয়ে যাবে। আগরতলা পুর নিগম এলাকায় ৬,৫৪৫ টি অটো রয়েছে। এদিন শহরের সব অটো চালক মিটার লাগায় নি।
রাজ্য সরকার অটো যাত্রীদের কথা মাথায় রেখে মিটার অটো চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। কারণ দীর্ঘদিন ধরে অটো চালকদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ উঠেছিল। সেই মোতাবেক আগরতলা পুর নিগম এলাকার সকল যাত্রীবাহী অটোতে মিটার লাগানো বাধ্যতা মূলক করা হয়েছে। মিটার ছাড়া কোন যাত্রীবাহী অটো যেন আগরতলা পুর নিগম এলাকায় চলাচল করতে না পরে তা সুনিশ্চিত করতে এইদিন রাজধানীর বটতলা এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। এইদিন যে সকল যাত্রীবাহী অটোতে মিটার লাগানো হয়েছে কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না, সেই সকল অটো চালকদের জরিমানা করা হয়। পাশাপাশি যে সকল অটোতে এখনো মিটার লাগানো হয়নি সেই সকল অটো চালকদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। পরিবহন দপ্তরের ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার বিধান চন্দ্র রায় এক সাক্ষাৎকারে জানান আগরতলা শহরের প্রতিটি যাত্রীবাহী অটোতে মিটার সুনিশ্চিত করার লক্ষ্যে এইদিন অভিযান চালানো হচ্ছে। যারা মিটার লাগানো সত্ত্বেও ব্যবহার করছে না তাদের এইদিন জরিমানা করা হচ্ছে। পাশাপাশি যারা এখনো মিটার লাগায়নি তাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হচ্ছে। তিনি আরও জানান অটোতে মিটার ব্যবহার করা নিয়ে এখনো কিছু অটো চালক ও যাত্রীর মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তাই সহসাই এই বিষয়ে প্রচার করা হবে।