Wednesday, April 30, 2025
বাড়িরাজ্যপুষ্টিকর খাবারের কারচুপির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য অঙ্গনওয়াড়ি সেন্টার চত্বরে

পুষ্টিকর খাবারের কারচুপির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য অঙ্গনওয়াড়ি সেন্টার চত্বরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মার্চ :পুষ্টিকর খাবারের কারচুপির অভিযোগে উদয়পুর মহকুমা ১ নং ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে মাতাবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ, গোমতী জেলার সরকারি সভাধিপতি সুজন সেন, এলাকার প্রধান অনিন্দিতা ঘোষ লোধ, উপপ্রধান কেশব দাস ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সাক্ষাৎকারে জানান দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে নির্ধারিত যে খাবার আসার কথা সেন্ট্রার গুলিতে প্রতি বস্তাতে কম আসছে।

 এরকম একটা অভিযোগ আসা সত্যেও অফিসের আধিকারিকদের খামখেলিপনার কারণে দিন দিন চুরি মাত্রা বেড়ে চলছিল। অবশেষে বৃহস্পতিবার উদয়পুর ১ নং ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পুষ্টিকর খাদ্য গাড়ি দিয়ে আসা মাত্র দপ্তরের আধিকারিকদের খবর দিয়ে সেন্টারে আনা হয়। ওজন করে দেখা যায় প্রতি বস্তাতে এক থেকে পাঁচ কেজি করে কম। এক্ষেত্রে মাতারবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ জানান, এর দায়িত্বে রয়েছেন দপ্তরের সুপারভাইজার বিজয় বিশ্বাস। কেন শিশুদের পুষ্টিকর খাদ্যে ওজনে কেন কম তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানাবেন। সেখান থেকে যা নির্দেশ আসবে সেই নির্দেশ কার্যকর করা হবে বিজয় বিশ্বাসের বিরুদ্ধে।

সহকারি সভাধিপতি ও এলাকার উপপ্রধান জানান এই ঘটনা কোনমতেই বরদাস্ত করার মতো না। তারা দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করেছেন যারা শিশু খাদ্য চুরি করে তাদের বিরুদ্ধে মনুষ্যত্ব জ্ঞান বলে কিছু নেই। এই ঘটনার সঙ্গে দপ্তরের যিনি জড়িত তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সিডিপিও জানান আজকে ২৭ টি সেন্টারের জন্য আশি থেকে ৮১ বস্তা চাল এবং ডাল এসেছে। এখন দেখার বিষয় দপ্তর থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা। তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে তাকিয়ে আছে এলাকার সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!