স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ : মঙ্গলবার রাতের বেলা শান্তির বাজার মহকুমার মুড়াসিং পাড়ায় অবস্থিত নিশিকুমার মুড়াসিং পাড়া উচ্চ বিদ্যালয়ে চুরি সংগঠীত করলো নিশি কুটম্বের দল। এই চুরি কান্ডে বিদ্যালয় থেকে মিডে মিলের জন্য রাখা ১৭ বস্তা অর্থাৎ সাড়ে আট কুইন্টাল চাল চুরি করে নিয়ে যায় নিশি কুটম্বের দল।
এই বিদ্যালয়ে চুরির পাশাপাশি পাশ্ববর্তী অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। এই চুরি কান্ডের খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে ছুটেযায় মনপাথর ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকান্ডের বিভিন্ন দিক গুলি পরিদর্শন করেন। এখন দেখার বিষয় চুরি কান্ডে জরিতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়।