স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :ন্যাশেনাল স্যাম্পল সার্ভে-র ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে এক শোভাযাত্রা সংগঠিত করা হয়। ন্যাশেনাল স্যাম্পল সার্ভে ভারতের তথ্য ভিত্তিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ন্যাশেনাল স্যাম্পল সার্ভে তার বৃহৎ নমুনা সমীক্ষার মাধ্যমে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক পরিমাপের জন্য একটি শক্তিশালী ডেটাবেস তৈরি করছে। যা কেন্দ্র ও রাজ্য সরকারকে উন্নয়ন পরিকল্পনা এবং নীতি প্রণয়নে সহায়তা করবে। বাড়ি বাড়ি গিয়ে ন্যাশেনাল স্যাম্পল সার্ভের কর্মীরা পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে। এই সমীক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে এইদিনের মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।