স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মার্চ : গত শুক্রবার ত্রিপুরা বিধানসভায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ হয়েছে। ৩২ হাজার ৪২৩ কোটি টাকার বাজেটের মধ্যে ৬,১৬৬ কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে সরকার ২০ শতাংশ বরাদ্দ রেখেছে এই বাজেটে।
সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য মহাসচিব গৌরব দাস।
তিনি বলেন, সরকারকে শিক্ষার ক্ষেত্রে গুণগত শিক্ষার জন্য আরো বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। বিগত দিনে যেসব কর্মশালা করা হতো সেগুলোই যেন পুনরায় শুরু করা হয়। তাহলে শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা ও বৃদ্ধি পাবে বলে জানান।