স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মার্চ : খোয়াইয়ের পরিত্যক্ত বিমানবন্দর চারদিকের পাকা দেওয়াল নির্মাণে সংস্থা কয়েকটি বড় গর্ত করে রেখে দেয় রাস্তার পাশে। এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কয়েক দশক ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে খোয়াইয়ের বিমানবন্দর। সম্প্রতি ভারতবর্ষের এয়ারপোর্ট অথরিটি খোয়াই বিমানবন্দরে চারদিকের পাকা বাউন্ডারির দেওয়াল নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়।
কাজের বরাত পায় এস এস জি কনস্ট্রাকশন নামে আসামের একটি নির্মাণকারী সংস্থা। কিন্তু শুরুতেই সীমানার দেওয়াল নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠতে শুরু করেছে।জাতীয় স্তরের কোন একটি নির্মাণকাজের ক্ষেত্রে যে ধরনের নীতি নির্দেশিকা মেনে নির্মাণকাজ করার কথা তা এক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে।
এছাড়াও নির্মাণকাজ খুব ধীর গতিতে চলছে বলেও খোয়াইবাসীর অভিযোগ।বিমানবন্দরের পাশ ঘেঁষে রয়েছে সড়ক।এই সড়ক ধরে যাতায়াত করে বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন।কিন্তু বাউণ্ডারির নির্মাণকাজ চলার কারণে সড়কের পাশে এখানে সেখানে ছোট বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে বেশ কিছুদিন ধরে।নীচ থেকে ফাউন্ডেশন তৈরি করে নির্মাণকাজ চলছে।ফলে সড়কের অনেক জায়গায় ফাটল ধরেছে।কাজের কোন ধারাবাহিকতা নেই।কাজ ফেলে রাখা হচ্ছে।দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে কাজের ক্ষেত্রে।এসব ছোট বড় গর্ত খুঁড়ে রাখার কারণে সড়ক দিয়ে যান চালাচল ও মানুষের হাঁটাচলার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে।যে কোন সময় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি জীবনহানির আশঙ্কাও দেখা দিয়েছে।কিন্তু এরপরেও সড়কে নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে কোন ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়নি।