স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মার্চ : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীন বর্তমানে একাধিক সংস্থা কাজ করছে। এই ধরনের সংস্থা গুলির মধ্যে একটি হল এ আর কে আই প্রাইভেট লিমিটেড। এ আর কে আই প্রাইভেট লিমিটেডের অধীন জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্ট রয়েছে ৬৪০ জন কর্মী। এই জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্টদের অভিযোগ দুই বছর ধরে তারা এই সংস্থার অধীন কাজ করছে। কিন্তু তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না।
অভিযোগ ৬ মাস বেতন বকেয়া থাকলে তাদেরকে এক মাসের বেতন দেওয়া হয়। তাই বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার এ আর কে আই প্রাইভেট লিমিটেডের জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্টরা জয়নগর স্থিত সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ বর্তমানে তাদের ছয়মাসের বেতন বকেয়া রয়েছে। শুধু তাই নয় ইপিএফ এবং ইএসআই-র সুবিধাও তাদেরকে প্রদান করা হয় না। তাই তারা এইদিন সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে। এর আগেও গত ৫ মার্চ তারা সংস্থার অফিস করতে সামনে আন্দোলনের শামিল হয়েছিলেন। তারপর তাদের মধ্যে কয়েকজনের এক মাসের বেতন একাউন্টে প্রদান করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে সিংহভাগ কর্মীর বেতন গত নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত বকেয়া রয়ে গেছে। এ সংস্থার অধীনে মোট 640 জন কর্মী রয়েছেন। সংস্থার এমডির তালবাহানায় তারা বর্তমানে সংসার পরিচালনা করতে পারছেন না বলে জানান। এদিকে অপারেট কর্মী জানান তাদের শুধু বেতন বকেয়া নয়, ইপিএফ ও সিকিউরিটি মানি পর্যন্ত সংস্থার কাছে রয়েছে। তারা সিকিউরিটি মানি ৫০ হাজার টাকা থেকে শুরু করে দেড় দুই লক্ষ টাকা পর্যন্ত করতে গিয়ে প্রদান করে এই চাকরি পেয়েছিলেন। এদিকে আন্দোলনের হৈচৈ শুনে এমডি ঘরের ভেতর থেকে বের হয়ে আসেন। এমডি -র বক্তব্য বিদ্যুৎ নিগমের সঙ্গে এ আর কে আই প্রাইভেট লিমিটেডের টেন্ডারের মেয়াদ গত জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে। জানুয়ারি মাসের পর আর কোন কাজ সংস্থাকে দেওয়া হয়নি বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে।
তিনি গত পাঁচ মার্চ কর্মীদের দাবি শুনে বিদ্যুৎ নিগমের ডিজিএম শিশির দেববর্মার সাথে যোগাযোগ করেছেন বলে জানান কর্মীদের। আধিকারিক শিশির দেববর্মা বলেছেন এ আর কে আই প্রাইভেট লিমিটেডের অধীন যারা কর্মী রয়েছেন তাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন বিদ্যুৎ নিগম থেকে দেওয়া হবে। এমডি সাহেব এমনটা আশ্বাস দেওয়ার পর বঞ্চনার শিকার হওয়া কর্মীরা আরো বেশি ক্ষেপে যান। যদিও এমডি সাহেব আরো বলেন, নভেম্বর এবং ডিসেম্বর মাসের কর্মীদের বেতন বিদ্যুৎ নিগম থেকে সংস্থাকে দেওয়া হয়নি। তারপরেও নভেম্বর মাসের বেতন সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে কর্মীদের। বিদ্যুৎ নিগমের সাথে যে চুক্তি রয়েছে তাতে বলা হয়েছে কর্মীদের বেতন মিটিয়ে দেওয়ার পর সাথে সাথে সংস্থাকে সেই অর্থ রাশির মিটিয়ে দেবে বিদ্যুৎ নিগম। সুতরাং বিদ্যুৎ নিগমে গিয়ে দাবি জানানোর জন্য বলেন এমডি। কিন্তু কর্মীদের বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তাদের আশ্বস্ত করেন।