Tuesday, July 29, 2025
বাড়িরাজ্যকৈলাসহর মহকুমা শাসকের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর মহকুমা শাসকের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়


কৈলাসহর (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমা শাসকের নতুন ভবনের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সোমবার তিনি আচমকাই কাজের অগ্রগতি দেখতে উপস্থিত হন। তাঁর সঙ্গে ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

মন্ত্রী টিংকু রায় বলেন, “কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ঊনকোটি জেলায় প্রায় ১৬২ কোটি টাকার ৩৮টি নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে কৈলাসহর মহকুমা শাসকের নতুন ভবনের কাজও অন্তর্ভুক্ত। আমি আজ এই কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসেছি। অত্যন্ত দ্রুত গতিতে কাজ এগুচ্ছে এবং আশা করছি আগামী এক বছরের মধ্যেই এই ভবনের নির্মাণ সম্পন্ন হবে। রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রতিটি মহকুমা ও জেলার অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে নাগরিকদের সরকারি পরিষেবা গ্রহণ আরও সহজ হয়।”

প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কৈলাসহর মহকুমা শাসকের নতুন ভবন। দীর্ঘ চার দশক পর মহকুমা শাসকের কার্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হওয়ায় স্থানীয়রা অত্যন্ত আনন্দিত। তাঁদের মতে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবন প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনবে।

পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণ কাজে নিয়োজিত প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং যথাসময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, “প্রকল্পের কাজ যাতে গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!