স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ : বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে থাবা বসাল চোরের দল। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত নথিপত্র, কম্পিউটারের হার্ডডিক্স চুরি করে নিয়ে যায় চোরের দল। সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকারা এই চুরির ঘটনা প্রত্যক্ষ করেন।
তারপর খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিশ্রামগঞ্জ থানা এলাকায় গত কয়েক মাস ধরেই চুরির ঘটনা বেড়ে চলেছে। লোক দেখানোর তদন্তে নামছে পুলিশ। অথচ চোর চক্রকে জালে তুলতে পারছে না। ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে।