Sunday, April 20, 2025
বাড়িরাজ্যবিগত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে আগে কৃষকের রাজনৈতিক...

বিগত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে আগে কৃষকের রাজনৈতিক পরিচয় দেখত : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ : রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলছে। পাশাপাশি গ্রামীণ এলাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে করে রোদ বৃষ্টিতে রাস্তার পাশে বসে ব্যবসা করতে না হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করে চলছে। রবিবার উদয়পুর মহকুমায় আঠারভোলা এডিসি এলাকায় গ্রামীন মার্কেট স্টলের ভিত্তি প্রস্তর স্থাপন করতে গিয়ে এই কথা গুলো বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন এ ডিসির সি ই এম পূর্ন চন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কূষি দপ্তরের আধিকারিকগন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্য সরকার রাজ্যের কূষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলছে। একটা সময় ছিল কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষি কাজ করতে পারত না। আর বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে তেমনি কৃষকদের আয় আরো বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকার কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখে না। বিগত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত, ধর্ম, বর্ণ কোন কিছু বিচার না করে প্রকৃত কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার বীজ কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে। অনুষ্ঠানে আজকেও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে করে কৃষকেরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। অনুষ্ঠানে কৃষকদের উপস্থিত ছিল সারা জাগানো।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য