স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :বিশালগড় লকডাউন বাজারে স্কুটি ও ম্যাক্স গাড়ির সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়লো দুই যুবক।
ঘটনার বিবরণে জানা যায়,হোলির আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত গতিতে থাকা স্কুটির সাথে ম্যাক্স গাড়ির সংঘর্ষ হয়। এতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে দুই যুবক। আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। চিকিৎসক আহত দুই যুবককে জিবিপি হাসপাতালের রেফার করেন। আহত দুই যুবকের নাম রুপন নমঃ এবং সন্তোষ নমঃ। প্রত্যক্ষদর্শীরা জানায় TR 07 H 7303 নাম্বারে স্কুটি নিয়ে দুই যুবক হোলির আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত গতিতে চালাতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা।