স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :মেলাঘর গোমতী নদী থেকে উদ্ধার নবজাতক শিশুর মৃতদেহ। শুক্রবার দুপুরে মেলাঘর পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের চর এলাকার গোমতী নদীতে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে মুহূর্তের মধ্যে এলাকার লোকজন চর এলাকার গোমতী নদীর পাড়ে ভিড় জমায়। এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেলাঘর থানার পুলিশকে। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ও মেলাঘর পুর পরিষদের এক আধিকারিক ঘটনাস্থলে ছুটে যান। গোমতী নদীর জল থেকে উদ্ধার করা হয় নবজাতক শিশুটি মৃতদেহ।
পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিভাবে নদীতে এই নবজাতক শিশুর মৃতদেহ আসল তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। যদিও মেলাঘর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।