স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : বটতলা বাজার থেকে দশমীঘাট পর্যন্ত নির্মীয়মাণ ড্রেইন পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। গোটা আগরতলা পুর নিগম এলাকা জুড়ে চলছে উন্নয়ন মূলক কাজ। তারই অঙ্গ হিসাবে বটতলা বাজার থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তার পাশে চলছে ড্রেইন নির্মাণের কাজ। শুক্রবার এই নির্মাণ কাজ সরজমিনে ঘুরে দেখেন নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবি দাস সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, কভার ড্রেন এর কাজ চলছে এখানে। কর্পোরেটরের মাধ্যমে কিছু কিছু সাধারণ অংশের মানুষ অভিযোগ করেছিলেন এই ড্রেনের নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতেই তাদের পরিদর্শনে আসা।
পুর নিগমের আধিকারিকরা এই ড্রেনের নির্মাণ কাজ খতিয়ে দেখেছেন এবং যে সমস্ত জায়গায় সঠিকভাবে করা হয়নি তা সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে এধরনের উন্নয়নমূলক কাজ চলছে। আগরতলা পুরো নিগম, স্মার্ট সিটি নগর উন্নয়ন নিগম যৌথভাবে এই সমস্ত কাজগুলো করে চলেছে। বটতলা শিববাড়ি থেকে দশমিক ঘাট পর্যন্ত যে জায়গায় ড্রেনের নির্মাণ কাজ চলছে, কিছু কিছু ব্যবসায়ী অবৈধভাবে সেই জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকার যেহেতু মানবিক দৃষ্টিভঙ্গি রেখে কাজ করতে ভালোবাসে সে হিসেবে এখানে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়া যে সমস্ত ব্যবসায়ীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।