Sunday, March 16, 2025
বাড়িরাজ্যনার্সিং পেশায় জাপানে কাজের সুযোগ পাওয়া ৬ জন ছাত্রীকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর

নার্সিং পেশায় জাপানে কাজের সুযোগ পাওয়া ৬ জন ছাত্রীকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৪ মার্চ : নার্সিং পেশায় চাকরির জন্য জাপানে সুযোগ পাওয়া ৬ জন ছাত্রীকে সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শুক্রবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের অভিনন্দিত করা হয়। সেই সঙ্গে এই সুযোগ অর্জনের জন্য মুখ্যমন্ত্রী তাদের শুভকামনা জানান।

                              পরে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে ৬ জন ছাত্রী নার্সিং পেশায় যোগদানের জন্য জাপানে যাচ্ছে। এনিয়ে জাপানের সঙ্গে আমাদের একটা মৌ স্বাক্ষর হয়েছিল। আমি তাদের অভিনন্দন জানাই। এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং – এই তিন ক্যাটাগরিতে প্রশিক্ষিতরা জাপানে যাওয়ার সুযোগ পেয়েছে। ইতিমধ্যে অনেকে সেখানে গিয়েছে। এরজন্য অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের জন্য নয়ডাতে তাদের পাঠানো হয়েছে। আগামীতে আরো পাঠানো হবে। প্রায় ৯ মাসের কোর্স করতে হয়েছে তাদের। এটা আমাদের জন্যও খুবই গর্বের বিষয়। কেন শুধু চাকরির অপেক্ষায় এখানে বসে থাকবে? আর এই প্রকল্পের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা এখন জাপানে যাচ্ছে। এটা খুবই আনন্দের মুহূর্ত।

                                    মুখ্যমন্ত্রী বলেন, নার্সিং একটা সেবামূলক কাজ। যা খুবই গর্বের। এর চাইতে ভালো কিছু হয় না। আমি নিজেও একজন মেডিকেল ফ্যাকাল্টি। মানুষের সেবার জন্য তারা সেখানে যাচ্ছে। আর সেখানে ভারত এবং ত্রিপুরার নাম অবশ্যই উজ্জ্বল করতে হবে তোমাদের। যাতে বলা হয় যে সত্যিকারের শিক্ষা নিয়ে তারা সেখানে গিয়েছে। নার্সিং শিক্ষা যেটা তারা পেয়েছে সেটাকে কিভাবে আরো উন্নত করা যায় সেটা দেখতে হবে। যারা জাপানে যাচ্ছে তারা ত্রিপুরার দূত হিসেবে যাচ্ছে। তাই সেখানে নিজেদের সেরা কাজ দিয়ে জাপান প্রশাসনের নজরে ত্রিপুরার নাম রোশন করতে হবে, যাতে আগামীতেও এই রাজ্যের ছেলেমেয়েরা আরো সুযোগ পায়। সেখানে তারা ১ লক্ষ টাকার অধিক বেতন পাবে। যা রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেখানে চাকরির মাধ্যমে তাদের পরিবারও উপকৃত হবে। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা তাদের শুভকামনা জানান।

                             মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য সরকারের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিকগণ। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ছাত্রীরা তাদের অভিব্যক্তির কথা তুলে ধরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!