স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মার্চ : ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে সিপাহীজলা জেলা ভিত্তিক দ্বিতীয় সরস মেলার শুভ উদ্বোধন হয় মঙ্গলবার। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ত্রিপুরা সরকারের মৎস্য মন্ত্রী মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে তিনদিন ব্যাপী সরস মেলার উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জলনে তিন দিনব্যাপী সিপাহীজলা জেলা ভিত্তিক সরস মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস।
তিন দিনব্যাপী সরস মেলায় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের তত্ত্বাবধানে স্ব-সহায়ক দলগুলি তাদের নিজস্ব হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে মেলায়। এছাড়াও জেলার বিভিন্ন মহকুমা থেকে গ্রামীণ স্বাবলম্বী মহিলারা স্ব উদ্যোগে তৈরি করা বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন মেলায়। তিনদিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিদায়িকা অন্তরা সরকার দেব, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক সুশান্ত দেব, সিপাই জেলার জেলার অতিরিক্ত জেলা শাসক রিংকু রাঠোর সহ অন্যান্যরা।