স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ : দুই বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালালকে আটক করা হয় আগরতলা রেল স্টেশন থেকে।
তাদের নাম মোহাম্মদ আমিন মিয়া, মোহাম্মদ রমেন মিয়া এবং চিত্তরঞ্জন সাউ। জি আর পি থানার পুলিশ সূত্রে জানা যায়, তাদের গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। পুলিশ তাদের জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের পুলিশ নির্মাণ চেয়ে আদালতে তোলা হবে।