Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যনারী কেলেঙ্কারিতে নাম জড়ালো শাসক দলের এক নেতার

নারী কেলেঙ্কারিতে নাম জড়ালো শাসক দলের এক নেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : নারী কেলেঙ্কারিতে একের পর এক নাম জড়াচ্ছে শাসক দলের নেতৃত্বের। এইবার অভিযোগ উঠল পেচারথল মন্ডলের ও.বি.সি মোর্চার সভাপতি নারায়ণ নাথের বিরুদ্ধে। অভিযোগ তিনি এলাকারই এক মহিলার শ্লীলতাহানি করেছেন। নির্যাতিতা থানায় মামলা দায়ের করার পরও ন্যায় বিচার না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন। নির্যাতিতা জানান ২১ ফেব্রুয়ারি রাত্রি বেলায় গরু খোজার নাম করে নারায়ন নাথ ওনার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর নারায়ন নাথ ঘরে প্রবেশ করে ওনাকে ঝাপটে ধরে।

ছিঁড়ে ফেলে ওনার পরিধেয় কাপড়। তখন তিনি চিৎকার করলে ছুটে আসে ওনার দুই নাবালক ছেলে সহ ওনার বৃদ্ধ দাদু। তখন নারায়ন নাথ ওনার দুই নাবালক ছেলেকে মারধর করে। পরিবারের লোকজনদের চিৎকার শুনে পাসের বাড়ির লোকজন ছুটে আসে। তারা আবার অভিযুক্ত নারায়ন নাথের নিকট আত্বিয়। তারা ওনার বাড়িতে গিয়ে ওনার বৃদ্ধ দাদুকে মারধর করে। এবং হুমকি দিয়ে যায়। পরবর্তী সময় ২২ ফেব্রুয়ারি তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করে নি। তিনি আরও জানান বিগত বেশ কয়েক বছর ধরে নারায়ন নাথ ওনাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। তার জন্যই নারায়ন নাথ সেই দিন এই ঘটনা সংগঠিত করেছে। ঘটনার পর নারায়ন নাথের ভগ্নিপতি ওনাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে থানা থেকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য। অভিযুক্ত নারায়ন নাথ পেচারথল মন্ডলের ও.বি.সি,মোর্চার মন্ডল সভাপতি হওয়ার সুবাদে মন্ত্রী সান্তনা চাকমারও ঘনিষ্ঠ। স্বাভাবিক ভাবেই নির্যাতিতা ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এখন দেখার কাঞ্চনপুর থানার পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা রেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য