Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যপরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর সরেজমিনে পরিদর্শনে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী

পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর সরেজমিনে পরিদর্শনে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী

আগরতলা, ৩ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর সরেজমিনে পরিদর্শনে আসবেন কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী রামমোহন নাইডু কিনজারাপু৷ ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সোমবার নয়াদিল্লিতে ক্যাবিনেট মন্ত্রীর সাথে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে এই তথ্য দেন৷

সামজিক মাধ্যমে মন্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে ত্রিপুরার বিমান পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে৷ মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে কয়েকটি দাবি জানিয়েছে৷ এগুলির মধ্যে রয়েছে, আগরতলার এমবিবি বিমানবন্দরকে অতি দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করা৷ তাছাড়া আগতলা থেকে মুম্বাই রুটে সরকারি বিমান পরিষবা চালু করা৷ আগরতলা থেকে নয়াদিল্লি রুটে বিমানের সংখ্যা বৃদ্ধি করা৷

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ত্রিপুরার বিমান যাত্রীদের কথা ভেবে ভাড়া নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্যের বিমান যাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে বিমান ভাড়ার একটি মাপকাঠি ও সীমারেখা সংক্রান্ত নীতি নির্দেশিকা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করবেন৷

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য