Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যঋন পরিশোধ করতে না পেরে ফাঁসিতে আত্মহত্যা এক মহিলা পুলিশ কনস্টেবলের

ঋন পরিশোধ করতে না পেরে ফাঁসিতে আত্মহত্যা এক মহিলা পুলিশ কনস্টেবলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি :ব্যাঙ্ক থেকে ঋন নেওয়ার পর সেই ঋন পরিশোধ করতে না পেরে ফাঁসিতে আত্মহত্যা এক মহিলা পুলিশ কনস্টেবলের। ঘটনা আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায়। এলাকার বাসিন্দা দেব দুলাল সরকারের স্ত্রী সুনীতি সরকার। সুনীতি সরকার ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছে। বর্তমানে সে পূর্ব মহিলা থানায় কর্মরত ছিল। সুনীতি সরকার ব্যাঙ্ক থেকে ঋন নিয়ে দ্বিতল বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি ব্যাঙ্কের ঋন পরিশোধ করতে পারছিলেন না।

ব্যাঙ্ক থেকে ঋন পরিশোধ করার জন্য বারে বারে সুনিতি সরকারের উপর চাপ দেওয়া হচ্ছিল। সুনীতি সরকার বিষয়টি স্বামী দেবদুলাল সরকারকে জানান। এবং পরবর্তী সময় আত্মীয় পরিজনদের জানান। মহিলার স্বামী সহ আত্মীয় পরিজনরা সুনীতি সরকারকে অভয় দেন। বুধবার সুনিতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় ডিউটিতে যাওয়ার পর জানতে পারেন তিনি বাড়িতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এই খবর শুনার পর পুলিশ কনস্টেবল সুনীতি সরকার অনেকটা চিন্তিত হয়ে পড়েন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে সুনীতি সরকার কর্মস্থল থেকে বাড়িতে নিয়ে পরিবারের সকলের অনুপস্থিতিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরে সুনিতি সরকারের স্বামী দেবদুলাল সরকার বাড়িতে ফিরে এসে ঘরে প্রবেশ করে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ সুনীতি সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ নিয়ে যায়। আমতলী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য