স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : মধুপুর বাজার সংলগ্ন রাম ঠাকুর সেবা মন্দিরে থাবা বসালো চোরের দল। বৃহস্পতিবার সকালে রাম ঠাকুর সেবা মন্দিরের পুরোহিত আশ্রমে যাওয়ার পর দেখতে পান আশ্রমের ঘরের টিনের বেড়া কাটা। আশ্রমের প্রণামী বাক্স ভেঙ্গে সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
শুধু তাই নয় আশ্রমের মধ্যে থাকা একটি আলমিরা ভেঙ্গে সেখান থেকে পুজো দেওয়ার পিতলের থালা গ্লাস নিয়ে গেছে চোরেরা। ঘটনার খবর পেয়ে আশ্রম কমিটির সম্পাদক ছুটে যান আশ্রমে। তিনি সন্দেহ প্রকাশ করেন এই চুরির ঘটনার সাথে এলাকার কেউ জড়িত রয়েছে। পরে খবর দেওয়া হয় মধুপুর থানার পুলিশকে। মধুপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।