স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম শ্রেণীর স্কুল ছাত্র। ঘটনা মেলাঘর – উদয়পুর সড়কে তালতলা সংলগ্ন এলাকায়।আহত ছাত্রের নাম জুনায়েদ হোসেন। সে কামরাঙ্গাতলী বিদ্যালয়ের ছাত্র। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার ছাত্রটি রাস্তা দিয়ে যাওয়ার সময় অটো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। সাথে সাথে সেই অটো গাড়ি দিয়ে আহত ছাত্রকে নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে।
মেলাঘর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ছাত্রের প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। জানা যায় আহত ছাত্রের বাড়ি মোহনভোগ এলাকায়। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে গাড়িটি আটক করা হয়েছে। গাড়ির নম্বর টি আর ০৭ এ ৩৩৪৭ ।