স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : বিজেপি -র কর্মসূচিতে যোগ দিতে আসার পথে অটো গাড়ি উল্টে গুরুতর আহত ছয়জন বিজেপি কর্মী। ঘটনা বিশালগড় – বক্সনগর সড়কের রঘুনাথপুর এলাকায়। মঙ্গলবার বিজপি-র সিপাহিজলা জেলা উত্তরাংশের উদ্যোগে অফিসটিলায় মিছিলের আয়োজন করা হয়েছিল। চড়িলাম মন্ডলের কার্যকর্তারা অটোতে করে সেই কর্মসূচিতে অংশ নিতে আসছিলেন।
এমন সময় কুকুরকে বাঁচাতে গিয়ে যাত্রী বুঝাই অটো গাড়িটি দুর্ঘটনায় পড়ে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন সবিতা দেবনাথ, রানু দেবনাথ, স্বপ্না দেবনাথ, শিখা দেবনাথ, অঞ্জনা দেবনাথ, সুরজিৎ দেবনাথ।