স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সিটি সার্ভে প্রকল্পের উদ্বোধন হয়। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের হাত ধরে এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ড্রোন ক্যামেরার মাধ্যমে দেশের ১৫২ টি শহরের মধ্যে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজকে। আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের জমি পরিমাপ করা হবে এ ড্রোন ক্যামেরার মাধ্যমে।
তারপর এই রিপোর্টের ভিত্তিতে আগামীদিন সমস্ত প্রজেক্ট হাতে নিয়ে কাজ করবে আগরতলা পুর নিগম এবং সরকার। শুধু তাই নয় এই ড্রোন ক্যামেরার মাধ্যমে মানুষের বাড়ি পর্যন্ত পরিমাপ করা হবে। এই স্বচ্ছ প্রক্রিয়া দ্বারা জমি পরিমাপ হলে কেউ জমির পরিমাপ নিয়ে অভিযোগ তুলবে না। এটি অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতি এবং মোদি ম্যাজিক বলে দাবি করলেন উপাধ্যক্ষ। এই বিশেষ উদ্যোগ গ্রহণের ফলে নিগমবাসী জানতে পারবে তাদের জমির পরিমাপ। তাহলে তাদের মধ্যে আর কোন সংশয় থাকবে না। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন অতিথিরা। প্রকল্পের উদ্বোধনের পর অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটারদের এই প্রকল্পের সম্পর্কে অবগত করা হয়।