স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : শিক্ষক কর্মচারী স্বার্থ বিরোধী ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করা এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে ময়দানে সরব হলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি(এইচ বি রোড)। মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি শুরু হয় রাজধানীর মেলার মাঠ স্থিত সমন্বয় ভবন থেকে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে প্যারাডাইস চৌমুহনিতে এক পথসভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদিকা মহুয়া রায় সহ অন্যান্যরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদিকা মহুয়া রায় বলেন, কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে, তার মধ্যে দেখা গেছে শ্রমজীবী অংশের মানুষের জন্য বিগত বাজেট থেকেও নয়া বাজেটে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে। সরকার বলছে মধ্যবিত্তের জন্য ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ১৪০ কোটি দেশবাসীর মধ্যে মাত্র তিন কোটি মানুষের আয়কর ১২ লক্ষ টাকা। সুতরাং এটা মধ্যবিত্ত এবং গরিব মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য তৈরি করার অন্যতম কৌশল সরকারের। তাই এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, পেনশনের অন্য একটি নামাকরণ করা হয়েছে- ইউনিফাইড পেনশন স্কিম। এই ইউনিফাইড পেনশন স্কিমের মাধ্যমে পুরনো পেনশন স্কিমকে অস্বীকার করা হয়েছে। যা এনপিএস থেকে আরও বেশি মারাত্মক। তাই এর বিরোধিতা করে আজকে প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে বলে দাবি করলেন তিনি।