স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : দিকে দিকে বি এম এস -এর ঝামেলা চলছে। এই শ্রমিক সংগঠনের হাত থেকে রেহাই পাচ্ছে না শ্রমিক রাও।এবার ঝামেলা বেঁধেছে মেলাঘর স্থিত উরমাই অটো শ্রমিকদের সাথে বি এম এস -এর। জানা যায়, উরমাই অটো শ্রমিকদের আলাদা শাখা থাকার ফলে অটো শ্রমিকরা উরমাই শাখা থেকে ছাড়পত্র কেটে রাস্তায় গাড়ি চালায়। কিন্তু মঙ্গলবার মেলাঘর মোটরস্ট্যান্ড বিএমএস কর্তৃপক্ষ উরমাই শাখার অটো শ্রমিকদেরকে বলে এখন থেকে মেলাঘর মোটরস্ট্যান্ড থেকে ছাড়পত্র কাটতে হবে। এতে উরমাই শাখার অটো শ্রমিকরা রাজি না হওয়া। তাদের গাড়ি আটকে দেয়। এবং উরমাই অটো স্ট্যান্ডে সভাপতি বিশ্বজিৎ মজুমদার এবং সাধারণ সম্পাদককে বি এম এস -এর নেতারা আটকে রাখে।
তারপরই উরমাই শাখার অটো শ্রমিকরা মেলাঘর পচাররমার ঘাট সমর সেতুতে রাস্তা অবরোধ করে। তাদের দাবি বি এম এস -এর কথা মেনে তারা ছাড়পত্র মেলাঘর মোটর স্ট্যান্ড থেকে কাটতে পারবে না। এতে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে তা প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত রয়েছে। তারা আরো বলেন, বি এম এস -এর পকেট খালি হয়ে গেছে বলে এ ধরনের এক গুয়ামী সিদ্ধান্ত গ্রহণ করে তারা শ্রমিকদের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। একটি লোক বিরোধিতা করে আপাতত রাস্তা অবরোধ করা হয়েছে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কিন্তু সংগঠনের কাছে তারা মাথা নত করবে না বলে স্পষ্ট ইঙ্গিত দেন। পরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।