স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় মঙ্গলবার অনুষ্ঠিত হয় চাকুরি মেলা। রাজধানীর অফিসলেনস্থিত শ্রম ভবন প্রাঙ্গনে এই চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। ৫ টা কোম্পানিতে ১৩ টি ক্যাটাগরিতে ২৫০ জন লোক নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট কোম্পানির আধিকারিকরা এইদিন চাকুরি মেলায় উপস্থিত হয়ে তাদের পছন্দ মোতাবেক কর্মী বছাই করে নেন। চাকুরি মেলায় এইদিন চাকুরি প্রত্যাশীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের কর্মী তনুরুচি অলিমা জানান এইদিন ৫ টি কোম্পানিতে ১৩ টি ক্যাটাগরিতে মোট ২৫০ জন কর্মী নিয়োগ করা হবে। ৫ টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি বহিঃরাজ্যের। বাকি ৪ টি কোম্পানির অফিস রয়েছে রাজ্যে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে গ্র্যাজুয়েট যুবক যুবতীরা চাকুরি মেলায় চাকুরির জন্য আবেদন করতে পারবে বলে জানান তিনি।