Sunday, March 16, 2025
বাড়িরাজ্যনয় দফা দাবিতে বাম কৃষক সংগঠনের গণ ডেপুটেশন

নয় দফা দাবিতে বাম কৃষক সংগঠনের গণ ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : কৃষকদের নয় দফা দাবিতে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের কাছে গনডেপুটেশন প্রদান করেন সারা ভারত কৃষকসভা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির এক প্রতিনিধি দল। এদিন ডেপুটেশনের আগে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের অফিসে সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেব, সংগঠনের ডুকলি মহকুমা কমিটির  সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত।

 সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেব বলেন, রাজ্যে গত কিছুদিন পূর্বে অতি বন্যার ফলে ডুকলি কৃষি মহকুমা এলাকা সহ রাজ্যের কৃষকদের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এমনিতে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না, এর মধ্যেই এই বিপর্যয়ের ফলে মানুষের নাজেহাল অবস্থা। এই অবস্থায় কৃষক, ক্ষেত মজুরদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে যদি রাজ্য সরকার না দাঁড়ায় তবে আগামীদিন কৃষকরা কৃষিকাজে অনিহা প্রকাশ করবে। এতে রাজ্যের এবং মানুষের মারাত্মক ক্ষতি হবে।

তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই কর্মসূচি। তিনি আরো বলেন, অতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপণ করতে হবে। ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য মরশুমী বীজ ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য করা। বীজ, প্রয়োজনীয় সার, কিটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান করা এবং কৃষকদের বিনামূল্যে জল সেচের ব্যবস্থা করা। এছাড়াও সমস্ত কৃষকদেরকে কৃষক সম্মাননিধি ভাতা প্রদান করা। এই দাবি গুলো নিয়ে এদিন সারা ভারত কৃষক সভার ডুকলি মহকুমা কমিটির  সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, অজয় দে, শ্রীনিবাস বনিক, পিনাক পানি সেন এই ৫ জনের প্রতিনিধি ডেপুটেশনে মিলিত হন। দপ্তরের আধিকারিক প্রতিনিধিদের যথাযথ ভূমিকা গ্রহণের আশ্বাস দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য