আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্ক আরো বেশি সুদৃঢ় করার জন্য এ বৈঠকে আলোচনা হয়। মাতা ত্রিপুরেশ্বরীর নবগঠিত মন্দিরের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান
। পরবর্তী সময় সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবগঠিত মন্দিরটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে মন্দিরটি উদ্বোধন হলে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরা যাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে বড় সাফল্যের জন্য এবং ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী সফল সফরের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি ত্রিপুরার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষির উৎপাদন শীলতা বৃদ্ধি, কৃষক কল্যাণ প্রচার, ত্রিপুরার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, শিক্ষা ও গবেষণার প্রসারে রাজ্যে এইমস, আই আই এম এবং আই আই টি -র মত প্রধান প্রতিষ্ঠান স্থাপন করার। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে। এমনটাই জানান মুখ্যমন্ত্রী।