স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ ফেব্রুয়ারি : জীবনের ঝুঁকি নিয়ে ঠিকেদারের অধীন শ্রমিকরা বিদ্যুতের খুঁটির উপর কাজ করে যাচ্ছে, অথচ নেই কোন সুরক্ষা সামগ্রী। ঘটনা সাব্রুম-মনুঘাট সড়কের হরিনাটিলা এলাকায়। জানা যায় হরিণটিলা এলাকার রাস্তার পাশ নতুন বিদ্যুৎ-এর খুঁটি বসানো হয়েছে। এই খুঁটিতে নতুন করে তার লাগানো হচ্ছে। কাজের বরাত পান জনৈক ঠিকেদার। অভিযোগ ঐ ঠিকেদার শ্রমিকদের সেফটি বেল্ট না দিয়েই খুঁটির উপর কাজ করতে তুলে দিচ্ছেন।
সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায়ও ধরা পরে শ্রমিকরা সেফটি বেল্ট ছারাই বিদ্যুৎ-এর খুঁটির উপর কাজ করে যাচ্ছেন। এতে করে যে কোন সময় ঘটে যেতে পারে অঘটন। শ্রমিকদের কোমড়ে সেফটি বেল্ট এমনকি মাথায় হেলমেটও নেই। ঠিকেদারি কাজ দেখা শুনার দায়িত্বে থাকা কর্মীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান শ্রমিকদের জন্য সেফটি বেল্ট, হেলমেট সবকিছুই রয়েছে গাড়িতে। তবে তিনি অকপটে শিকার করে নেন শ্রমিকরা সেফটি বেল্ট ছারাই খুঁটির উপরে উঠে গেছে। তিনি আরও জানান ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছে, সকলের দিকে নজর রাখা সম্ভব নেই।