স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১০ ফেব্রুয়ারি : সোমবার ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন নয় দফা দাবিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস সংবাদ মাধ্যমকে জানান তাদের মূলত দাবি, চলতি বর্ষে ইট ভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম ১০ শতাংশ বৃদ্ধি করা, রাজ্যে যে সমস্ত ভাটার শ্রমিকদের বসবাসের ঘরগুলি পাঁকা হয়নি, সেগুলো দ্রুত পাঁকা করা, ভাটার শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জল, পাঁকা সেনিটাইজেশন, ঔষধপত্র, রান্নার প্রয়োজনীয় জ্বালানি, প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা সুনিশ্চিত করা, মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
` তিনি আরো জানিয়েছেন এই দাবি গুলি তাদের দীর্ঘদিনের। সরকার যাতে তাদের দাবি অবিলম্বে পূরণ করে তার জন্য আজকে পুনরায় ডেপুটেশনের মিলিত হয়েছেন।