স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১০ ফেব্রুয়ারি : সড়ক সংস্কারের নামে বেহাল সড়ক ব্যবস্থা এবংপ্রতিনিয়ত ধূলোয় নাজেহাল এলাকাবাসী। প্রতিবাদে সোনামুড়া – মেলাঘর সড়কে অবরোধ করেএলাকাবাসী। ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবত সোনামুড়া মহকুমার মেলাঘর থেকে শ্রীমন্তপুর পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে।
অত্যন্ত ধীর গতিতেচলা এ কাজে রীতিমতো অতিষ্ঠ যান চালক থেকে শুরু করে পথ চলতি মানুষ। প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা অতিরিক্ত মাশুল চোকাতে হচ্ছে যান চালকদের, কারণ যানবাহনে দেখা দিচ্ছে গোলযোগ। পাশাপাশি ধুলোয় রীতিমতো ব্যাগ পেতে হচ্ছে পড়শীদের। তাই দ্রুত সংস্কার কাজ সমাধান এবং সড়কে নিয়মিত জল ছেটানোর দাবিতে সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী। দীর্ঘক্ষণ অবরোধ চললেও পুলিশ ব্যতীত সংশ্লিষ্ট দপ্তরের কোন কর্তা ব্যক্তিদেরই সড়কে দেখা মেলেনি। অবশেষে দীর্ঘ চার ঘন্টা পর সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র কামড়ে চাকমা ঘটনাস্থলে যান এবং কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। পাশাপাশি তিনি সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে অবরোধ মুক্ত করেন।