Wednesday, March 19, 2025
বাড়িরাজ্য৩২ নং পুর ওয়ার্ডের কর্পোরেটের বিরুদ্ধে অভিযোগ পেয়ে পরিদর্শনে গেলেন মেয়র

৩২ নং পুর ওয়ার্ডের কর্পোরেটের বিরুদ্ধে অভিযোগ পেয়ে পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া গাঙ্গাইল রোড এলাকায় ড্রেন নির্মাণ করা হচ্ছে। রবিবার এই নির্মাণকার্য পরিদর্শন করেন নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শন কালে মেয়রের সঙ্গে ছিলেন ৮ টাউন বড়দোয়ালি মন্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ আরো অনেকে। মাস্টার পাড়া সহ পুরো গাঙ্গাইল রোড এলাকা এদিন ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে ও। পরে মেয়র দীপক মজুমদার বলেন কাজ চলছে অগ্রগতির সঙ্গেই।

 কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যাও রয়েছে। যা এলাকার সাধারণ মানুষ তুলে ধরেছেন মেয়রের সামনে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এলাকার ড্রেনগুলো অকেজো অবস্থায় রয়েছে। যেখানে জল নিষ্কাশনের তেমন একটা সুবিধা নেই। বহু জায়গায় জল জমে রয়েছে রাস্তায়ও। সাধারণ মানুষের এই সমস্যাগুলোর গুরুত্ব সম্পর্কে তিনি নিজেও অনুধাবন করেছেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেছেন তাদের সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের জন্য কিছুটা সময় দিতে। নগর উন্নয়ন দপ্তর, স্মার্ট সিটি এবং পূর্ত দপ্তর সবাই মিলে একসাথেই কাজ করে চলেছে। এলাকার বিধায়ক অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের একজন অভিভাবক।

 এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী নিজেও সব সময় আলোচনা করে চলেছেন এবং নির্দেশ দিয়ে যাচ্ছেন যার কারণে রবিবার এখানে পরিদর্শনে এসেছেন তিনি। সাধারণ মানুষ মেয়রের কাছে অভিযোগ করেছেন ৩২ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। এই অভিযোগ শুনে তিনি রীতিমতো হয়ে পড়েন। কর্পোরেশনের আধিকারিকদের দিয়ে এলাকার কাজগুলো শেষ করার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তিনি। এখানকার সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস দেন তিনি। ড্রেন নির্মাণের সময় কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হলে পুরো নিগমের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন মেয়র দীপক মজুমদার। তিনি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আবারো পরিদর্শনে আসবেন এখানে বলে প্রতিশ্রুতি দিয়ে গেলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য