স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : অটল বিহারী হিন্দু ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদের বিজেপি সমর্থিত বলে প্রচার করছেন। তারই পরিপ্রেক্ষিতে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের অবস্থান স্পষ্ট করেন মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন বিজেপি সমর্থিত এমন কোন এন জি ও নেই। এটা আগরতলা শহরে কেবল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ফ্ল্যাক্স লাগানোর অভিযোগ এসেছে। এই এন জি ও-র ঠিকানা স্পষ্ট করে লেখা আছে।
কিন্তু তার উপর ভিত্তি করে প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। মানুষ যাতে প্রতারিত না হয় তার জন্য তিনি স্পষ্ট করে বলেন বিজেপি সমর্থিত কোন এন জি ও- হতে পারে না। এর সঙ্গে কোন সম্পর্ক নেই বিজেপি-র। মানুষকে বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই মন্ত্রী সহ বেশ কিছু মানুষের নামে ভুয়া হোয়াটসআপ প্রোফাইল খুলে তাদের বদনাম করার জন্য ষড়যন্ত্র চলছে। এই ধরনের সংস্থা আরও থেকে থাকলে সাধারন মানুষকে সতর্ক থাকতে আবেদন জানান মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। মেয়রের সাথে যোগাযোগ করে সেই সমস্ত ফ্ল্যাক্স সরানোর কাজ শুরু হয়েছে। সেন্ট্রাল জোন থেকে সমস্ত ফ্ল্যাক্স সারানো হয়েছে। সাউথ জোনে কিছু বাকী আছে। এই ধরনের বিনা অনুমতিতে যারা ফ্ল্যাক্স লাগাচ্ছে তাদের ফ্ল্যাক্স সরিয়ে দেওয়ার কাজ আগামী সোমবার থেকে জোর কদমে চলবে বলেও জানান তিনি। একই সঙ্গে আইনি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেবে আগরতলা পুর নিগম। কৈলাশহরে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী জায়গা গুলিতেও মামলা করা হবে বলে জানান তিনি।