স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জানুয়ারি : কাঞ্চনপুরের জম্পুই জম্পুই হিল ব্লকের মনপুই সড়কে কয়লা বোঝাই ট্রাক্টর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চালকের। গুরুতর ভাবে আহত আরও চার জন। আহত ২ জনকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার ধর্মনগর জেলা হাসপাতালে। জানা যায়, কাঞ্চনপুরের জম্পুই হিলে সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছে এন.এইচ.আই.ডি.সি.এল। এইদিন এন.এইচ.আই.ডি.সি.এল-এর একটি কয়লা বোঝাই ট্রাক্টর ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পরে।
ট্রাক্টরটি কাঞ্চনপুরের জম্পুই হিল ব্লকের মনপুই সড়কে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এতে করে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক্টর চালক অমল নাথের। তার বাড়ি পানিসাগর মহকুমার জলাবাসায়। দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে আরও ৪ শ্রমিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাংমুন থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে মৃত ট্রাক্টর চালক ও আহতদের উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কা জনক অবস্থায় ২ জনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। আহতরা হলেন বিজয় দেববর্মা, সঞ্জয় শব্দকর, উদয় সিং ও গোপেন্দ্র দেবনাথ। আহত বিজয় দেববর্মার পরিবারের এক সদস্য জানান কয়লা বোঝাই ট্রাক্টর দুর্ঘটনায় আহত হয়েছে বিজয় দেববর্মা সহ মোট ৪ জন। ট্রাক্টর চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ভাংমুন থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। এইদিকে ট্রাক্টর চালক অমল নাথের মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছানোর পর পানিসাগর এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে।