Tuesday, February 18, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় এলেন ষোড়শ অর্থ কমিশনের ১২ সদস্যের প্রতিনিধিদল

ত্রিপুরায় এলেন ষোড়শ অর্থ কমিশনের ১২ সদস্যের প্রতিনিধিদল



আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় এলেন ষোড়শ অর্থ কমিশনের ১২ সদস্যের প্রতিনিধিদল। কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে প্রতিনিধিদল বুধবার আগরতলায় আসেন। আগরতলায় এমবিবি বিমানবন্দরের তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এখানে আসার পরই প্রতিনিধিদলটি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে। পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে মুখ্যসচিব জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পঞ্চায়েত ও ভূমি রাজস্ব দপ্তরের অধিকর্তা, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদলে রয়েছেন চেয়ারম্যান ডঃ অরবিন্দ পানাগরিয়ার, সদস্য এ এন ঝা, এনি জর্জ মেথিউ, ডঃ মনোজ পান্ডা, সোম্যকান্তি ঘোষ, কমিশনের সচিব হৃত্বিক পান্ডে, যুগ্ম সচিব রাহুল জৈন, অধিকর্তা কে বালাজি, যুগ্ম অধিকর্তা কুমার বিবেক, উপঅধিকর্তা সন্দীপ কুমার, পিপিএস মীনা মহেন্দু এবং ক্যাশিয়ার রাজেশ কুমার শর্মা।

প্রসঙ্গত, অর্থ কমিশনের প্রতিনিধিরা রাজ্য সফরকালে প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন। ১ ফেব্রুয়ারি তাঁরা রাজ্য ত্যাগ করবেন বলে জানা গিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য