Tuesday, February 18, 2025
বাড়িরাজ্যপ্রকাশ কারাতকে চোখের ছানির অপারেশন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

প্রকাশ কারাতকে চোখের ছানির অপারেশন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৯ জানুয়ারি: মানুষকে বিভ্রান্ত করার জন্য মাস্টারপিস সিপিএম। তাদের চোখে কখনো উন্নয়ন ধরা পড়ে না। বুধবার সিপিএমের জনসভা থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এক্ষেত্রে সিপিএমের সর্বভারতীয় নেতা প্রকাশ কারাতেরও তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর চোখের ছানির অপারেশন করারও পরামর্শ দেন তিনি।


সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, উনাদের চোখে ছানি পড়েছে। চোখের ছানির অপারেশন করাতে হবে। উন্নতি কোথায় দেখবেন তারা? আগে তো সিঙ্গারবিল এয়ারপোর্টে নামতেন। উনি যখন এবার এয়ারপোর্টে নামলেন উন্নতি দেখেন নি? তাও আমরা যার নামে এয়ারপোর্টের নামকরণ করেছি। জীবনে তো ওরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে সম্মান দেয় নি। আর আমরা মহারাজের প্রতি সম্মান জানিয়ে তাঁর নামে এয়ারপোর্টের নাম রেখেছি। এয়ারপোর্ট থেকে যে রাস্তা দিয়ে উনি নিজেদের পার্টির পতাকা উড়িয়ে এসেছেন সেই রাস্তার উন্নয়ন দেখেন নি উনি? ওরা উন্নয়ন দেখতে পান না, তাই সবসময় এমন কথা বলেন। আর মানুষকে বিভ্রান্ত করার জন্য মাস্টারপিস তারা।


বিজেপি দেশকে আরো পেছনে নিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, তারা দেখতে পাচ্ছেন না যে অর্থনীতিতে ১১তম স্থান থেকে এখন পঞ্চম স্থানে চলে এসেছে দেশ। কিন্তু তারা ৫০ বছর পিছিয়ে গিয়েছে। এজন্য তাদের দূর লাগছে। পেছনে থাকার জন্য এমন মনে হচ্ছে তাদের। সংবিধানের উপর আঘাত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ইউপিএ কিংবা কংগ্রেসের সময়ে তারা সংবিধানের উপর কতবার কুঠারাঘাত করেছেন। এসব কি ভুলে গেছেন তারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার পর সংবিধানকে রক্ষা করেছেন। সংবিধানকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছেন তিনি। আর তারা সংবিধানকে বিগড়ে দেওয়ার জন্য কাজ করেছেন। তাই প্রথমে সংবিধানের গুরুত্ব সম্পর্কে বুঝতে হবে। পশ্চিমবঙ্গে তারা কি অবস্থা করেছিল সেটা সবাই দেখেছে। এখন তারা নোটার চাইতেও কম ভোট পাচ্ছে। জনতা কেন তাদের প্রত্যাখ্যান করছে সেটা বুঝতে হবে। সব জায়গাতেই এখন হারের মুখ দেখতে হচ্ছে তাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য