Friday, February 7, 2025
বাড়িরাজ্যবটতলা - দশমীঘাট রোডে কভার ড্রেন নির্মান কাজ পরিদর্শনে মেয়র

বটতলা – দশমীঘাট রোডে কভার ড্রেন নির্মান কাজ পরিদর্শনে মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জানুয়ারি : আগরতলা শহরে সর্বসুবিধাযুক্ত একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে পুর নিগম। শহরবাসীর দাবীদাওয়া শুনে মানুষের সমস্যা নিরসনে প্রতিটি ওয়ার্ডে কাজ করা হচ্ছে। একদিকে পুর নিগম অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে কাজে লাগিয়ে শহর সুন্দর্যায়নের কাজ করা হচ্ছে।

 স্মার্টি সিটি মিশনেও একাধিক প্রকল্প হাতে নিয়ে শহরকে আধুনিকতর করার কাজ চলছে। যেসমস্ত কাজ পুর নিগমের এক্তিয়ারের বাইরে সেক্ষেত্রে পুর্ত দপ্তরকে কাজে লাগানো হচ্ছে,  বুধবার আগরতলা শহরের দশমীঘাট থেকে বটতলা শিব মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে নির্মিয়মান কভার ড্রেন পরিদর্শনে গিয়ে একথাগুলি বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান এই এলাকায় ১২০০ মিটার কভার ড্রেন নির্মানের কাজে হাত দিয়েছে রাজ্য সরকারের পুর্ত দপ্তর।  এলাকাবাসির দীর্ঘদিনের দাবী ছিলো এই এলাকায় কভার ড্রেন। এখানে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, যে ড্রেনগুলি রয়েছে সেগুলি ময়লা আবর্জনায় ভর্তী থাকায় সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষের। এই এলাকাটি মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা হওয়ায় মুখ্যমন্ত্রী নিজে এই কাজের নির্দেশ দেন, ফলে রাজ্য সরকারের পুর্ত দপ্তর এই কাজে হাত দেয়। এই নির্মাণে এলাকাবাসীর সহযোগিতার আহ্বান জানান তিনি। বুধবার, মেয়রের এই পরিদর্শনে সঙ্গে ছিলেন মেয়র পারিষদ তুষার কান্তি ভট্টাচার্য ও স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী।  মেয়র জানান,  এই ড্রেন নির্মাণ হলে বৃষ্টির সময় উড়ালপুল থেকে নেমে আসা জল এলাকায় প্রবেশ করতে পারবে না। এই ড্রেন নির্মাণে ৪ কোটি টাকা ব্যয় হচ্ছে বলেও জানান তিনি।

মেয়র এলাকাবাসীকে নির্মাণ কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতায় এই প্রকল্প দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আগরতলা শহরকে সুন্দর করতে বদ্ধ পরিকর পুর নিগম বলেও জানান মেয়র । তবে এই কভার ড্রেনটি নির্মান হলে স্থানীয় মানুষ দীর্ঘদিনের জল জমা সমস্যা থেকে মুক্তি পাবেন তা নিশ্চিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য