Wednesday, February 12, 2025
বাড়িরাজ্য৩১ জানুয়ারি চিলড্রেন্স পার্কে  রামচন্দ্র দেবের ১৬৫ তম আবির্ভাব দিবস মহোৎসব

৩১ জানুয়ারি চিলড্রেন্স পার্কে  রামচন্দ্র দেবের ১৬৫ তম আবির্ভাব দিবস মহোৎসব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জানুয়ারি : শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগরতলা শিশু উদ্যানে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ রা ফেব্রুয়ারী পর্যন্ত এক বিশাল মহোৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত মহোৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত ঠাকুর বংশের যুবমহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয়।এই উপলক্ষে সমগ্র রাজ্যের মঠ মন্দির, আশ্রম, এবং গুরুভ্রাতা ভগ্নিগন  সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল  অবগশের মানুষের সার্বিক উপস্থিতি কামনা করে রামঠাকুর সেবামন্দির পরিচালন কমিটি,  বুধবার এক সাংবাদিক সম্মেলনে মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রাণগোপাল সাহা জানান, বিশাল এই  মহোৎসবের অঙ্গ হিসাবে ৩১শে জানুয়ারী  শুক্রবার বিকাল ২ ঘাটিকায় আগরতলা শিশুউদ্যান থেকে সমস্ত গুরুভগ্নীগনদের লালপাড়ে সাদাশাড়ী পরিহিত শঙ্খধুনি সহ ছোট্ট শিশুদের দ্বারা পথনৃত্যের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য শুভাযাত্রার মাধ্যমে গঙ্গা আহ্বানের আয়োজন করা হয়েছে।মহোৎসব উপলক্ষে ১ ও ২রা ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকা হইতে উৎসব প্রাঙ্গনে ঠাকুর প্রদত্ত শ্রীনাম প্রদান করবেন বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত শ্রীশ্রী সত্যনারায়নের সেবা মন্দিরের শ্রীশ্রী ঠাকুর বংশের পরম পূজ্য যুবমহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয়।অনুষ্ঠানকে কেন্দ্র করে ৩১শে জানুয়ারি বিকেলে উৎসব প্রাঙ্গনে দুস্ত মহিলাদের শীতবস্ত্র ও দুস্ত পুরুষদের মধ্যে ধুতী বিতরন করা হবে।

এছাড়া ১ ও ২ রা ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকা হইতে উৎসব প্রাঙ্গনে বিনামূল্যে সাস্থ্য এবং চক্ষু শিবিরের ব্যাবস্থা করা হয়েছে। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকতা ও শ্রদ্ধার সাথে আমন্ত্রন যনানো হয়েছে যথাক্রমে, বাংলাদেশের চট্টগ্রামের শ্রীশ্রী কৈবল্যধাম, ডিঙ্গামানিকস্থিত শ্রীশ্রী সত্যনারায়নের সেবা মন্দির, বাংলাদেশের শ্রীশ্রী ঠাকুরের সকল মঠ, মন্দির ও ভারতের পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, হায়দ্রাবাদ, হরিদ্বার ও আসাম রাজ্য সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত শ্রীশ্রী ঠাকুরের সেবামন্দির ও সকল মঠ, মন্দির সমূহে। শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির পক্ষ থেকে আশা করা হচ্ছে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫ তম শুভ আবির্ভাব দিবস মহোৎসব উপলক্ষে ৫০০ (পাঁচশতাধিক) ভক্তবৃন্দের থাকা খাওয়ার সু-বন্দোবস্ত সহ লক্ষাধিক ধর্মপ্রাণ ভক্তবৃন্দের সমাগম হবে। পরিশেষে ২রা ফেব্রুয়ারী, ২০২৫ ইং রবিবার  দুপুর ১ ঘটিকা হইতে উপস্থিত ভক্ত বৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হবে। সকল ভক্তপ্রান মানুষের সার্বিক সহযোগিতা প্রার্থনা করেন রামঠাকুর সেবা মন্দির পরিচালন ত্রিপুরা রাজ্য কমিটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য