স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ জানুয়ারি : ফের রেলপথকে ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছে পাচারকারীরা।এবার জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন থেকে সোমবার সকাল আনুমানিক আট টা নাগাদ ধর্মনগর রেল পুলিশ উদ্ধার করল শুকনো গাঁজা।জানা যায় এদিন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন ধর্মনগর স্টেশনে এসে দাঁড় হলে উক্ত ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি চালায় কর্তব্যরত রেল পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা।
এতে কোচ নাম্বার ডি ওয়ান থেকে দুটি লেডিস ব্যাগ জব্দ করে রেল পুলিশ।পরে ব্যাগগুলো তল্লাশি করলে মোট চার প্যাকেটে আট কেজি শুকনো গাজা উদ্ধার হয়।যদিও এ,কান্ডে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে ধর্মনগর রেল পুলিশ।তবে বলা বাহুল্য যে রাজ্যের নেশা কারবারিরা এবার সড়ক পথ,ছেড়ে রেলপথ কে বেঁচে নিয়েছে,তাই পরিমাণে কম হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন রেল স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়ছে মাদকসহ পাচারকারীরা।