স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : জি এম পি, টি ওয়াই এফ, টি এস ইউ এবং টি ইউ কে সি -র যৌথ উদ্যোগে পালন করা হয় ৪৭ তম ককবরক দিবস। এইদিন ৪৭ তম ককবরক দিবস উপলক্ষে মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জিএমপি-র সম্পাদক রাধা চরণ দেববর্মা, সভাপতি নরেশ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।
এইদিনের আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে জিএমপি-র সম্পাদক রাধা চরণ দেববর্মা বলেন রাজ আমল থেকে ককবরক ভাষা বঞ্চনার শিকার। ১৬০০ শতকে প্রথম বাংলা ভাষায় ককবরক রাজমালা রচিত হয়েছে। রাজ আমলে রাজারা উজ্জয়ন্ত প্রসাদ, নীরমহল, পুস্পবন্ত মহল নির্মাণ করেছেন। রাজারা রবীন্দ্র নাথ ঠাকুর, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে চিহ্নতে পেরেছেন। কিন্তু রাজ প্রসাদে মাতৃ ভাষার জায়গা হল না। কেন জায়গা হল না যে এই প্রশ্ন করে তাকে কাঠগড়ায় তুলা হয়।