স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১২ জানুয়ারি : এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস -এর যৌথ উদ্যোগে মাস্টারদা সূর্যসেনের আত্ম বলিদান দিবস পালন করা হয়। রাজধানীর বটতলা এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন এ আই ডি এস ও -র রাজ্য সভাপতি রাম প্রসাদ আচার্য সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ আই ডি এস ও-র রাজ্য সভাপতি রাম প্রসাদ আচার্য জানান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার মহান বিপ্লবী দেশ প্রেমিক মাস্টারদা সূর্য সেনের আত্ম বলিদান দিবস ১২ জানুয়ারি। এই দিনটি একটি ঐতিহাসিক দিন। দিনটিকে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস -এর যৌথ উদ্যোগে পালন করা হচ্ছে। মাস্টারদা সূর্য সেন সহ দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের আত্ম জীবনী পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।