স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১২ জানুয়ারি : মেঘালয় থেকে চুরি হওয়ার বাইক উদ্ধার ত্রিপুরা রাজ্যের বক্সনগর থেকে। জানা যায় কিছুদিন পূর্বে মেঘালয় থেকে একটি বাইক চুরি হয়ে যায়। বাইকের মালিক স্থানীয় থানায় মামলা দায়ের করে। তারপর মেঘালয় পুলিশ মেঘালয়ের সকল থানা সহ পার্সবর্তি রাজ্যের থানা গুলিকেও সতর্ক বার্তা পাঠায়। এরই মধ্যে শুক্রবার রাতে কলমচৌরা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভেলুয়াচর নাকা পয়েন্টে ওত পেতে বসে। পুলিশ যথারীতি মেঘালয় থেকে চুরি হওয়া বাইক সহ এক যুবককে আটক করে। তারপর এই খবর পাঠানো হয় মেঘালয় পুলিশকে।
শনিবার গভীর রাতে মেঘালয় পুলিশ কলমচৌরা থানায় পৌছায়। কলমচৌরা থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর বাইক সহ ধৃত যুবককে মেঘালয় পুলিশের হাতে তুলে দেয়। যদিও ধৃত যুবকের বক্তব্য তার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিন ২৪ পরগনায়। ইতিপূর্বে সে ত্রিপুরা রাজ্যে ৬ মাস কাজ করে গেছে। বর্তমানে সে বেঙ্গালুরু বসবাস করে। বেঙ্গালুরু থেকে ঘুরার জন্য সে ত্রিপুরা রাজ্যে এসেছে। বাইকটি সে শিলং থেকে ভাড়ায় নিয়েছে। তবে ধৃত যুবক ত্রিপুরা রাজ্যে তার বন্ধুর বাড়ি রয়েছে বললেও কোথায় বন্ধুর বাড়ি কিংবা তার নাম কি তা সঠিক ভাবে বলতে পারে নি। তার কথাবার্তায় যথেষ্ট অসংগতি রয়েছে। প্রশ্ন হচ্ছে ধৃত যুবক শিলং থেকে এতগুলি থানা এলাকা পেরিয়ে বক্সনগর কি ভাবে পৌছাল। চুরাইবাড়ি, ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, তেলিয়ামুড়া, আগরতলা, বিশালগড় সহ বিভিন্ন স্থানে রয়েছে নাকা পয়েন্ট। সেই নাকা পয়েন্ট পেরিয়ে ধৃত যুবক চুরির বাইক নিয়ে পৌঁছে গেল বক্সনগর। স্বাভাবিক ভাবেই রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।