Thursday, January 9, 2025
বাড়িরাজ্যবিশালগড়ে বিএমএস-এর গোষ্ঠী কোন্দল ঘিরে আহত বেশ কয়েকজন

বিশালগড়ে বিএমএস-এর গোষ্ঠী কোন্দল ঘিরে আহত বেশ কয়েকজন

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : ধর্মনগরের পর এইবার প্রকাশ্যে চলে আসল বিশালগড়ে বিএমএস-এর গোষ্ঠী কোন্দল। বিশালগড়ে দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল এইবার সংঘর্ষের রূপ ধারন করে। দুই গোষ্ঠীর মধ্যে সজল দেব বিএমএস-এর রাজ্য কমিটির সদস্য। অপরদিকে সজল দেবনাথ বিএমএস সিপাহীজলা জেলা কমিটির সহসভাপতি। দুই সজল নিজেদের মতো করে বিশালগড়ে একাধিপত্য কায়েম করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার কারনে সেখানে তৈরি হয় গোষ্ঠী কোন্দল। এরই মধ্যে বুধবার রাতে সজল দেবের বাড়িতে হামলা চালায় সজল দেবনাথের সাঙ্গপাঙ্গরা।

 সজল দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাত্রি আনুমানিক ১১ টা নাগাদ সজল দেবনাথ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওনার বাড়িতে হামলা চালায়। মারধর করা হয় ওনার বৃদ্ধ মা সহ পরিবারের লোকজনদের মারধর করা হয়েছে। কেন এই হামলা তিনি কিছুই জানেন না। তবে বুধবার ওনার ভাই সিএনজি স্টেশনে সিএনজি সংগ্রহ করতে যায়। তখন সজল দেবনাথের ঘনিষ্ঠ রাজু দাস ওনার ভাইকে সিএনজি দিতে বারন করে। পরবর্তী সময় তিনি ঘটনার বিষয়ে জানার পর এই বিষয়ে রাজু দাসের নিকট জানতে চান। রাজু দাস জানায় বৃহস্পতিবার সকালে সে সবকিছু জানাবে। এর পরই রাতের বেলায় ওনার বাড়িতে হামলা চালানো হয়। অপরদিকে সজল দেবনাথের অভিযোগ সজল দেব তার ভাই সহ আরও কয়েক জনকে নিয়ে বুধবার সন্ধ্যায় বিশালগড় মোটর স্ট্যান্ডের দুই থেকে তিনটি সংগঠনের অফিসে ভাংচুর করে। এতে আহত হয় সংগঠনের বেশ কয়েকজন কর্মী।

ভাংচুর করা হয় কয়েকটি গাড়ি। তাই বৃহস্পতিবার ওনারা বিশালগড় থানার দ্বারস্থ হয়েছেন। সজলের পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়েছে। উভয়ে একে অপরকে অভিযোগের কাঠ গড়ায় তুলেছেন। তবে দুই সজলের গোষ্ঠী কোন্দল বিশালগড়ে বিএমএস-এর গোষ্ঠী কোন্দলকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য