স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : বাইক ও ডি আই গাড়ির সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সহ বাইক আরোহী। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, বাইক আরোহী জহির মিয়া দুলুভনারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের দুই ছাত্রী রেশমি আক্তার, রিয়া আক্তারকে নিয়ে বাইক করে বাড়িতে যাওয়ার সময় দুর্লভ নারায়ণ বাজার অতিক্রম করার পরেই একটি ডি আই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইকে থাকা দুই ছাত্রী এবং বাইক আরোহী রাস্তা লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ডি আই গাড়ি গাড়ির ড্রাইভারকে সঙ্গে নিয়ে আহতদেরকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মেলাঘর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।