স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী এসোসিয়েশনের উদ্যোগে আর পি এফ -এর নিরাপত্তা কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করা হয়। বৃহস্পতিবার ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী এসোসিয়েশনের পক্ষ থেকে ১০ জনের এক প্রতিনিধি দল আরপিএফ-এর নিরাপত্তা কমিশনারের অফিসে গিয়ে ডেপুটেশান প্রদান করে।
প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর। শ্রমিক নেতা বিপ্লব কর জানান বর্তমানে প্রায় প্রতিদিন আরপিএফ রেলওয়ে হকারদের ধরে নিয়ে তিন থেকে চারটি করে মামলা দিয়ে দিচ্ছে। এতে করে রেলওয়ে হকারদের জিবন জিবিকা চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই এইদিন আরপিএফ-এর নিরাপত্তা কমিশনারের সাথে সাক্ষাৎ করে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরও জানান রেলওয়ে হকাররা শুধুমাত্র হকার নয়, তারা রেলের একজন নিরাপত্তা কর্মী বলা চলে। কারন এই রেলওয়ে হকাররা রেলে থাকে বলে দুষ্কৃতিরা কোন ঘটনা ঘটানোর আগে চিন্তা করে। যাত্রীরাও হকারদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়ে থাকে বলে জানান তিনি।