স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : রাজ্যের মানুষের পানীয় জলের সমস্যা অন্যতম প্রধান কারণ। প্রায় প্রতিদিন সকাল থেকে জাতীয় সড়ক সহ বিভিন্ন পথঘাট অবরোধ এবং ডি ডাব্লু এস অফিস ঘেরাও করে প্রতিবাদে সামিল হচ্ছে জনগণ। কিন্তু সমস্যা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। এ ধরনের খবর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের শীর্ষস্থান দখল করছে। এরই মধ্যে
বৃহস্পতিবার আগরতলা বাধারঘাট স্থিত ডি ডব্লিউ এস -এর সহকারি বাস্তুকারের অফিসে গিয়ে কাজকর্ম পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি এদিন পরিদর্শনে গিয়ে সহকারী বাস্তুকার সহ অন্যান্য কর্মীদের সাথে কথা বলেন। তারপর অফিসের বিভিন্ন বিভাগের কাজকর্ম পরিদর্শন করেন। কিভাবে জনগণের সমস্যা নিরসন করা হচ্ছে সে বিষয়ে অবগত হন তিনি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র সরকার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রকল্প হাতে নিয়েছে। ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে তিনি অবগত হতে পরিদর্শনে এসেছেন। আগামী দিন মানুষ যাতে পানীয় জল নিয়ে কোন ধরনের সমস্যায় পড়তে না হয় সেই বিষয়ে বাস্তুুকারের সাথে কথা হয়েছে। এবং তাদের সাথে আলোচনা করে জানা গেছে মানুষের পানীয় জলের সমস্যার সমাধান করতে তারা প্রস্তুত রয়েছেন। এদিন রাজ্যপালের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ ডিডাব্লিউএস -এর বিভিন্ন আধিকারিক।