স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : প্রতিবছর আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছর ১৬ জানুয়ারি শারদ সম্মান ২০২৪ অনুষ্ঠিত হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মেয়র দীপক মজুমদার।
তিনি জানান, ২০২৪ সালে শারদীয় উৎসবে অংশ নেওয়া বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার পূজা পরিচালনা বিবেচনা করে আগরতলা পুর নিগমের কাছে বিচারকরা মতামত দিয়েছেন। এর মধ্যে অন্যতম পুরস্কার হল সেরা সেরা পূজা। সেরা প্রতিমার জন্য ফ্লাওয়ারস ক্লাব, সেরা মণ্ডপ-এর জন্য নেতাজি প্লে ফোরাম সেন্টার, সেরা আলোক সজ্জার জন্য এগিয়ে চল সংঘ, সেরা থিমের জন্য এগিয়ে চল সংঘ, মহিলা পরিচালিত সেরা দুর্গা পূজার জন্য মুক্তি সংঘকে পুরুস্কার প্রদান করা হবে। তিনি আরো বলেন, সেন্ট্রাল জোনে সেরা প্রতিমার জন্য নির্বাচিত হয়েছে সেন্ট্রাল রোড যুব সংস্থা, সেরা মন্ডপ ছাত্রবন্ধু ক্লাব, সেরা আলোকসজ্জা ঐক্যতান যুব সংস্থা শান্তি পাড়া ক্লাব, সেরা থিম ব্লাড মাউথ ক্লাব, পূর্ব জোনে রয়েছে সেরা প্রতিমা স্ফুলিঙ্গ ক্লাব, সেরা মন্ডপ রাম ঠাকুর সংঘ, সেরা লোকসজ্জা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, সেরা থিম লাল বাহাদুর বেয়ামাগার ক্লাব। এভাবে প্রত্যেক জোনের ক্ষেত্রেও পুরস্কার ঘোষণা করেছেন মেয়র।
আরো জানান বিজয়ী সেরা সেরা ক্লাবগুলিকে ট্রফি এবং ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। জোনালের বিভিন্ন ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে সহযোগিতা করার পাশাপাশি ট্রফি তুলে দেওয়া হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।