Thursday, July 10, 2025
বাড়িরাজ্যসি আর ইউ সম্মেলন শুরু হল টাউন হলে

সি আর ইউ সম্মেলন শুরু হল টাউন হলে

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : বৃহস্পতিবার থেকে আগরতলা টাউন হলে সেন্টার অফ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের ২৫তম কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে। তিন দিনব্যাপী চলবে এই সম্মেলন। ২০ বছর পর এই সম্মেলন আগরতলা শহরে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সি আর ইউ -র চেয়ারপার্সন পুরুষোত্তম রায় বর্মন, আগরতলা ডিস্টিকের সভাপতি সুদীপ ঘোষ চৌধুরী সহ অন্যান্যরা। উত্তর পূর্বাঞ্চল থেকে ৩ শতাধিক প্রতিনিধি আয়োজিত সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার এই সম্মেলনের উদ্বোধন হয়।

 উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায়, সি আর ইউ সংগঠনটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও কমার্শিয়াল শ্রমিকদের। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও কমার্শিয়াল শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রীতিমতো এই সংগঠন কথা বলে। বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে সংশ্লিষ্ট শ্রমিকদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের জীবন জীবিকা রক্ষার জন্য যে আইনি কবজ রয়েছে সেটা পর্যন্ত তুলে দেওয়ার চেষ্টা করছে সরকার। অর্থাৎ তাদের কর্ম ক্ষেত্রে অধিকারের জন্য সেল্ফ এমপ্লয়ীজ প্রমোশন অ্যাক্ট তৈরি করা হয়েছিল। কিন্তু শ্রম কোড বিল পাশ করে এই আইন বাতিলের চেষ্টা করছে সরকার। তাই এই আইন যাতে পাশ করা না হয় এবং ওষুধের মূল্য যাতে হ্রাস করা হয় তার জন্য দাবি জানানো হবে। আসন্ন কনফারেন্স থেকে এই দাবি গুলি সরকারের উদ্দেশ্যে উত্থাপন করা হবে। কারণ শ্রমিকরা কাজের বোঝা নিয়ে প্রতিদিন জীবনযুদ্ধে লড়াই করছে।

কিন্তু তাদের উপর যেভাবে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে তাতে তারা অসুস্থ হয়ে পড়ছে। এমনকি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শ্রমিকদের ২৪ ঘন্টা নজরদারি করছে মালিকরা। তাই সরকারের উদ্দেশ্যে দাবি গুলি উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আরো বলেন, ওষুধ মানুষের নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই জীবন দায়ী ঔষধের উপর থেকে জিএসটি কমাতে সরকারের কাছে দাবি জানানো হবে। কারণ যেভাবে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে তা অত্যন্ত চিন্তার বিষয়। সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ঔষধের দাম। তাই ওষুধের মূল্য কমাতে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য জোড়ালো দাবির তোলা হবে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য