Sunday, January 26, 2025
বাড়িরাজ্যউত্তর-পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের সম্মেলন ১৬ জানুয়ারি

উত্তর-পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের সম্মেলন ১৬ জানুয়ারি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি : এবছর উত্তর-পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যে। আগামী ১৬ জানুয়ারি আগরতলা টাউন হলে হবে এই সম্মেলন। রাজ্যের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। এ সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। এ সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু শিব, সর্বভারতীয় যুব কংগ্রেসের সহকারি ইনচার্জ জিসান আহমেদ সহ অন্যান্যরা।

বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি আরো বলেন, যুব কংগ্রেস বরাবরই মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে লড়াই করে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান নিয়েও লড়াই করে। কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশার বাণিজ্যের রমরমা বেড়েছে। এর বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা গ্রহণ না করে রাজ্যে নেশার রমরমা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। তিনি আরো অভিযোগ তুলে বলেন, আগামী ১৬ জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুব কংগ্রেসের সম্মেলনটি হওয়ার কথা ছিল। কিন্তু হল নেওয়ার পরেও তাদের সরকারি অনুষ্ঠান আছে বলে হল নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে। একা একপ্রকার চক্রান্ত। সরকারের বিরুদ্ধে যাতে কোন ধরনের আওয়াজ উঠতে না পারে তার জন্য হল নেওয়ার সুবিধার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। তিনি আরো জানান, রাজ্যের যুবকদের কর্মসংস্থানের চরম অভাব সৃষ্টি হয়েছে। চাকরি পরীক্ষা দিয়ে তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে। কিন্তু নিয়োগ হচ্ছে না। তাদের সকলকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সহকারী ইনচার্জ নিশান আহমেদ। যুব কংগ্রেসের সহকারি ইনচার্জ সাংবাদিক সম্মেলনে বলেন, আসন্ন সম্মেলনে আলোচনা হবে অশান্ত মনিপুরে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী কেন আসেননি। পাশাপাশি ত্রিপুরায় যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে আলোচনা হবে। একই সাথে নেশা এবং পাচার নিয়েও আলোচনা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য