স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৯ জানুয়ারি :আগরতলা পুর নিগমের নির্বাচিত সদস্যদের তিন বছর পূর্তি উপলক্ষে ২৬ নং ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি বলেন আগরতলা পুর নিগমের তিন বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ, প্রবীণ নাগরিক সংবর্ধনা এবং এল ই ডি লাইট বিতরণ করা হচ্ছে। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
কারণ এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় এলাকার দুঃস্থ মানুষ উপকৃত হচ্ছে বলে জানান তিনি। এদিন ডেপুটি মেয়র সহ অন্যান্য অতিথিরা এলইডি লাইট এবং শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানান।